অনিয়মিত মাসিক কেন হয়?
অনিয়মিত মাসিক হতে পারে অনেকগুলো কারণে। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো হরমোনের ভারসাম্যহীনতা, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)। এছাড়াও থাইরয়েড সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ওজনের হঠাৎ পরিবর্তন, জন্মনিয়ন্ত্রণ বড়ি বা ইনজেকশন, অতিরিক্ত ব্যায়াম বা অপুষ্টি, এবং গাইনোকোলজিক সমস্যা যেমন ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস ইত্যাদি মাসিক চক্রে প্রভাব ফেলতে পারে।
অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে চলতে থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শ নেয়া উচিত।
যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
---
#অনিয়মিত_মাসিক #PCOS #হরমোন #নারীস্বাস্থ্য #GyneCareConsultant #GynecologyBangla #মেয়েদের_স্বাস্থ্য #থাইরয়েড #মাসিক_চক্র #মেয়েদের_সচেতনতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন