মাসিক বন্ধ হয়ে গেলে করণীয় কী?
মাসিক বন্ধ হয়ে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানে অ্যামেনোরিয়া (Amenorrhea) বলা হয়। এটি যদি প্রাকৃতিক কারণে (যেমন গর্ভধারণ, স্তন্যদান, বা মেনোপজ) না হয়, তাহলে এর পেছনে কিছু শারীরিক বা হরমোনজনিত সমস্যা থাকতে পারে।
🟣 সম্ভাব্য কারণগুলো হলো:
🔹 থাইরয়েড সমস্যা
🔹 অতিরিক্ত ওজন বা ওজন হ্রাস
🔹 অতিরিক্ত মানসিক চাপ
🔹 পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)
🔹 জন্মনিয়ন্ত্রণ বড়ির পার্শ্বপ্রতিক্রিয়া
🔹 গাইনোকোলজিক বা হরমোনাল গঠনগত সমস্যা
📌 মাসিক ৩ মাস বা তার বেশি সময় বন্ধ থাকলে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি। প্রয়োজন হলে আলট্রাসনোগ্রাম, হরমোন টেস্ট ইত্যাদি করা হতে পারে।
যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
---
#মাসিক_বন্ধ #Amenorrhea #নারীস্বাস্থ্য #PCOS #হরমোন_সমস্যা #GyneCareConsultant #মেয়েদের_সচেতনতা #থাইরয়েড #গাইনোকোলজি #BanglaHealthAwareness
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন