মাসিকের সময় ব্যথা হওয়া স্বাভাবিক না সমস্যার ইঙ্গিত?
মাসিকের সময় হালকা থেকে মাঝারি মাত্রার ব্যথা অনেকেরই হয় এবং তা অনেক সময় স্বাভাবিক হিসেবেই ধরা হয়। তবে যদি ব্যথা খুব তীব্র হয়, দৈনন্দিন কাজকর্মে বাধা দেয়, বা প্রতিবার মাসিকের সময়ই অসহ্য যন্ত্রণা হয়—তাহলে এটি হতে পারে এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইোসিস, বা অন্য কোনো গাইনোকোলজিক সমস্যার লক্ষণ।
📌 মাসিকের ব্যথা যদি পেইনকিলারেও আরাম না দেয়, অথবা নতুন করে অনেক বেশি ব্যথা শুরু হয়, তবে দেরি না করে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।
যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
---
#মাসিকের_ব্যথা #Dysmenorrhea #Endometriosis #নারীস্বাস্থ্য #GyneCareConsultant #মেয়েদের_সচেতনতা #গাইনোকোলজি #BanglaHealthAwareness #PeriodPain
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন