দুর্গন্ধযুক্ত স্রাবের কারণ ও প্রতিকার?

 দুর্গন্ধযুক্ত স্রাবের কারণ ও প্রতিকার?


দুর্গন্ধযুক্ত স্রাব অনেক সময় ইনফেকশন বা হরমোনজনিত সমস্যার লক্ষণ হতে পারে।


🔍 সম্ভাব্য কারণ:

🔹 ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস

🔹 Candida ইনফেকশন (ইস্ট ইনফেকশন)

🔹 যৌনবাহিত রোগ (STD)

🔹 ভ্যাজাইনাল পিএইচ ভারসাম্যহীনতা

🔹 অস্বাস্থ্যকর অভ্যাস


✅ প্রতিকার:

✔️ ভ্যাজাইনাল পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

✔️ ঘন ঘন অন্তর্বাস পরিবর্তন

✔️ সুগন্ধিযুক্ত সাবান বা ডৌচ ব্যবহার না করা

✔️ প্রচুর পানি পান

✔️ প্রয়োজনে গাইনোকোলজিস্টের পরামর্শে ওষুধ গ্রহণ


যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।

সচেতন হোন, সুস্থ থাকুন।

Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।


#VaginalOdor #দুর্গন্ধযুক্ত_স্রাব #GyneCareConsultant #ইনফেকশন #নারীস্বাস্থ্য #মেয়েদের_সচেতনতা #GyneTips

মন্তব্যসমূহ