গর্ভকালীন মাথাব্যথা কি স্বাভাবিক?
হ্যাঁ, গর্ভাবস্থায় হালকা থেকে মাঝারি মাথাব্যথা হওয়া সাধারণ একটি উপসর্গ। এটি মূলত হরমোন পরিবর্তন, ঘুমের সমস্যা, মানসিক চাপ, বা পানিশূন্যতার কারণে হতে পারে।
লক্ষণ:
মাথার একপাশে চাপ অনুভব করা।
চোখে চাপ।
ক্লান্তির সময় মাথা ব্যথা বেড়ে যাওয়া।
করণীয়:
পর্যাপ্ত পানি পান করুন।
বিশ্রাম নিন এবং ঘুম ঠিক রাখুন।
কফি বা চা কম খান।
মাথায় ঠান্ডা পানির সেঁক দিতে পারেন।
চিকিৎসকের পরামর্শ জরুরি।
যখন:
মাথাব্যথা অত্যন্ত তীব্র হয়
সঙ্গে চোখ ঝাপসা দেখা, শরীর ফুলে যাওয়া বা উচ্চ রক্তচাপ থাকে।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant —
আমরা আছি আপনার পাশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন