হরমোনাল অসামঞ্জস্যের জন্য কোন ওষুধ ভালো?
হরমোনাল ইমব্যালেন্সের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নির্ভর করে সমস্যার ধরন ও হরমোনের মাত্রার উপর। যেমন:
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT)
জন্মনিয়ন্ত্রণ পিল (PCOS বা মাসিক নিয়ন্ত্রণে)
থাইরয়েড হরমোনের ওষুধ
ইনসুলিন সেনসিটাইজার (যেমন Metformin)
তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।
যেকোনো পরামর্শ চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
#হরমোনচিকিৎসা #নারীস্বাস্থ্য #GyneCareConsultant #HormonalTreatment
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন