হরমোনাল ভারসাম্য কি?
হরমোনাল ভারসাম্য হলো শরীরের বিভিন্ন হরমোন (যেমন – এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনসুলিন, থাইরয়েড হরমোন, কোর্টিসল ইত্যাদি) সঠিক অনুপাতে ও পর্যায়ক্রমে নির্গত হওয়া এবং একে অপরের সাথে সমন্বয় রেখে কাজ করা। এই ভারসাম্যই শরীরের স্বাভাবিক কাজকর্ম যেমন মাসিক চক্র, গর্ভধারণ, ওজন নিয়ন্ত্রণ, ঘুম, ত্বকের স্বাভাবিকতা, মানসিক অবস্থা ও যৌন স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
এই ভারসাম্য নষ্ট হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন: মাসিক অনিয়ম, ব্রণ, ওজন বৃদ্ধি, চুল পড়া, হতাশা, গর্ভধারণে সমস্যা ইত্যাদি।
যেকোনো পরামর্শ চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
#হরমোন #নারীস্বাস্থ্য #GyneCareConsultant #HormonalBalance #PCOS #থাইরয়েড #প্রজননস্বাস্থ্য #MenstrualHealth #WomenWellness
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন