যোনি চুলকানি ও সংক্রমণ কেন হয়?
যোনিতে চুলকানি বা সংক্রমণ খুবই সাধারণ সমস্যা, তবে অবহেলা করলে এটি বড় ধরনের অসুবিধা তৈরি করতে পারে।
🧬 কারণগুলো:
🔹 ইস্ট বা ক্যান্ডিডা ইনফেকশন
🔹 ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস
🔹 সাবান বা ডিটারজেন্টে অ্যালার্জি
🔹 ভেজা বা টাইট অন্তর্বাস
🔹 অপরিষ্কার ব্যক্তিগত পরিচ্ছন্নতা
🛡️ প্রতিরোধ ও করণীয়:
✅ পরিষ্কার, কটন অন্তর্বাস পরা
✅ নিয়মিত পরিষ্কার রাখা (সাধারণ পানি দিয়ে)
✅ ডৌচ বা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করা
✅ গাইনোকোলজিস্টের পরামর্শে ওষুধ সেবন
যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
#যোনি_চুলকানি #VaginalItching #ইনফেকশন #নারীস্বাস্থ্য #GyneCareConsultant #মেয়েদের_সচেতনতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন