ভুল অভ্যাসে যোনি ইনফেকশনের ঝুঁকি।
অনেক নারীর অসচেতন কিছু অভ্যাস যোনি ইনফেকশনের ঝুঁকি বাড়ায়।
🚫 ভুল অভ্যাস:
🔸 ভেজা অন্তর্বাস পরে থাকা
🔸 ঘন ঘন সাবান বা ডৌচ ব্যবহার
🔸 টাইট জিনস বা সিনথেটিক আন্ডারওয়্যার
🔸 মাসিকের সময় দীর্ঘক্ষণ একই প্যাড ব্যবহার
🔸 পরিষ্কার টয়লেট না ব্যবহার করা
🔸 যৌন স্বাস্থ্য বিষয়ে অসচেতনতা
✅ করণীয়:
✔️ পরিষ্কার-পরিচ্ছন্নতা
✔️ কটন অন্তর্বাস
✔️ প্রচুর পানি পান
✔️ গাইনি চেকআপে নিয়মিত যাওয়া
যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
#VaginalInfection #ভুল_অভ্যাস #নারীস্বাস্থ্য #GyneCareConsultant #মেয়েদের_সচেতনতা #GyneTips
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন