ডেলিভারির লক্ষণ ও প্রস্তুতি
গর্ভাবস্থার শেষ দিকে ডেলিভারির লক্ষণগুলো চিনে নেওয়া গুরুত্বপূর্ণ।
🔍 ডেলিভারির লক্ষণ:
✅ নিয়মিত ও ব্যথাযুক্ত পেটব্যথা (Contractions)
✅ রক্তমিশ্রিত স্রাব বা mucus plug বের হওয়া
✅ পানি ভেঙে যাওয়া (Water breaking)
✅ কোমরের ব্যথা ও চাপ অনুভব
🎒 প্রস্তুতি:
🔸 হসপিটাল ব্যাগ রেডি রাখা
🔸 প্রয়োজনীয় ডকুমেন্টস ও রিপোর্ট
🔸 পরিচিত কারও সাথে যোগাযোগ নিশ্চিত রাখা
📌 উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।
#ডেলিভারির_লক্ষণ #প্রসব_প্রস্তুতি #GyneCareConsultan
t #PregnancyAwareness
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন