ওজন, রক্তচাপ ও সুগারের নিয়ন্ত্রণ

 ওজন, রক্তচাপ ও সুগারের নিয়ন্ত্রণ


গর্ভাবস্থায় এই তিনটি বিষয় নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি:


⚖️ ওজন:

সাধারণভাবে ১১-১৫ কেজি ওজন বাড়া স্বাভাবিক। তবে অতিরিক্ত ওজন গর্ভধারণে জটিলতা তৈরি করতে পারে।


💉 রক্তচাপ:

উচ্চ রক্তচাপ থাকলে প্রি-এক্ল্যাম্পসিয়া, শিশুর কম ওজন বা প্রি-টার্ম ডেলিভারির ঝুঁকি বেড়ে যায়।


🍬 সুগার (GDM):

গর্ভকালীন ডায়াবেটিস শিশুর অতিরিক্ত ওজন, জন্মের সময় সমস্যা ও প্রসব পরবর্তী জটিলতা তৈরি করতে পারে।


📌 চিকিৎসকের পরামর্শে নিয়মিত পরীক্ষা ও ডায়েট মেনে চলাই নিরাপদ মাতৃত্বের চাবিকাঠি।


যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।

সচেতন হোন, সুস্থ থাকুন।

Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।


#গর্ভাবস্থায়_রোগ_নিয়ন্ত্রণ #প্রেগন্যান্সি_ওজন #গর্ভকালীন_ডায়াবেটিস 

#GyneCareConsultant

মন্তব্যসমূহ