হরমোনের সমস্যা হলে শরীরে কি লক্ষণ দেখা যায়?

 হরমোনের সমস্যা হলে শরীরে কি লক্ষণ দেখা যায়?

হরমোনাল ইমব্যালেন্স হলে শরীরে দেখা যেতে পারে বিভিন্ন লক্ষণ, যেমন:

মাসিক অনিয়ম বা বন্ধ হয়ে যাওয়া

ব্রণ ও ত্বকের পরিবর্তন

অতিরিক্ত ওজন বৃদ্ধি বা হঠাৎ ওজন কমে যাওয়া

চুল পড়া বা পাতলা হয়ে যাওয়া

হতাশা, উদ্বেগ বা মুড সুইং

ঘুমের সমস্যা

যৌন আগ্রহ কমে যাওয়া


অতিরিক্ত ঘাম বা গরম লাগা (হট ফ্ল্যাশ)

এই লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।



যেকোনো পরামর্শ চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।

সচেতন হোন, সুস্থ থাকুন।

Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।

#হরমোন #নারীস্বাস্থ্য #HormonalImbalance #GyneCareConsultant #স্বাস্থ্যটিপস

মন্তব্যসমূহ