বন্ধ্যাত্বের সাধারণ কারণগুলো কী?

 বন্ধ্যাত্বের সাধারণ কারণগুলো কী?


বন্ধ্যাত্ব (Infertility) বলতে বোঝানো হয় ১ বছর নিয়মিত সহবাসের পরেও গর্ভধারণ না হওয়া। এর পেছনে নারী ও পুরুষ উভয়ের সমস্যা থাকতে পারে।


👩‍⚕️ নারীদের কারণে:

🔸 PCOS

🔸 ওভুলেশন সমস্যা

🔸 ফ্যালোপিয়ান টিউব ব্লক

🔸 হরমোনজনিত সমস্যা

🔸 এন্ডোমেট্রিওসিস


👨‍⚕️ পুরুষদের কারণে:

🔸 শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান কম

🔸 বীর্য নিঃসরণে সমস্যা

🔸 হরমোনের ভারসাম্যহীনতা


📌 নির্ভরযোগ্য চিকিৎসা ও সময়মতো পরীক্ষা বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিতে পারে।


যেকোনো পরামর্শ, চিকিৎসা ও সহযোগিতার জন্য ইনবক্সে মেসেজ করুন।

সচেতন হোন, সুস্থ থাকুন।

Gyne Care Consultant — আমরা আছি আপনার পাশে।


#Infertility #বন্ধ্যাত্ব #নারী_ও_পুরুষের_বন্ধ্যাত্ব #GyneCareConsultant #প্রেগন্যান্সি_পরিকল্পনা

মন্তব্যসমূহ